ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
শাল্লায় হিন্দু সম্প্রায়ের উপর হামলার প্রতিবাদে বালিয়াকান্দিতে মানববন্ধন
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২১-০৩-২৫ ১৬:৫১:৩০

সুনামগঞ্জের শাল্লায় নানা অজুহাতে হিদু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল-মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মাররক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন  রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অবঃ অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টপাধ্যায়ের, সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডল, বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) অমরেশ চন্দ্র রায়, ব্রাক্ষণ সম্প্রদায়ের সভাপতি তাপশ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সুবোধ মৈত্র প্রমূখ। এ সময় জেলা ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ