মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও শেখ রাসেলকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ফরিদপুর শহরতলীর জনবহুল এলাকা আলীয়াবাদের গদাধরডাঙ্গী খুশির বাজার মোড়ে শেখ রাসেল স্কয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল ২৭শে মার্চ বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ রাসেল স্কয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।
এ উপলক্ষে খুশির বাজার চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ রাসেল স্কয়ার বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুদ্দীন আহম্মেদ মানু, মাসুদুল হক মাসুদ, শেখ রাসেল স্কয়ার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।