ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে গুরুতর মামলার ৫জন আসামী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-২৮ ১৭:১৭:৪৭
রাজবাড়ী থানা পুলিশ গত ২৭শে মার্চ রাতে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের মামলার পলাতক আসামী গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের মামলার পলাতক ৫জন আসামী গ্রেফতার হয়েছে। 

  গত ২৭শে মার্চ রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আব্দুল গফুর সরদার(৫৫) এবং বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া(হঠাৎপাড়া) গ্রামের রিফাত শেখ(১৮), আব্বাস শেখ(২০), সোহাগ শেখ (১৬) ও আসাদ শেখ (৩৩)। 

  রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল গফুর সরদার ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলার এবং অপর ৪জন সংখ্যালঘু সম্প্রদায়ের ১৭ বয়সী ১০ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের পাশাপাশি গণধর্ষণের দৃশ্যের ভিডিও ধারণ করে রেখে ফেসবুকে প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাক মেইলিংয়ের মাধ্যমে একাধিকবার গণধর্ষণের মামলার আসামী। 

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ