ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দিতে মানবাধিকার ও আইন বিষয়ক মতবিনিময় সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৩-৩১ ১৬:৫৬:৪৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মানবাধিকার ও আইন সচেতনতামূলক মতবিনিময় সভা দিনব্যাপী অনুষ্ঠিত  হয়েছে।

  গতকাল ৩১শে মার্চ বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক।

  সদর ইউনিয়নের সচিব রোকনুজ্জামানের সভাপতিত্বে ও ফরিদপুর-রাজবাড়ী জেলা ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল আলীম, সহকারী শিক্ষক নিহার রঞ্জন ও ইউপি সদস্য আকরাম হোসেন খান প্রমূখ।

  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালিয়াকান্দি ব্র্যাকের এইচআরএলএস অফিসার ফাতেমা খাতুন। স্বাগত বক্তব্যে তিনি জানান, ব্র্যাকের এই প্রকল্পের মাধ্যমে বালিয়াকান্দিতে এ পর্যন্ত মানুষকে সচেতনতার লক্ষ্য ১৩ হাজার ৩৯টি উঠান বৈঠক, পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

  এছাড়াও অভিযোগ গ্রহণ করা হয়েছে ৮১৬টি। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ৫১৬টি। মামলা দায়ের হয়েছে ৭৮টি। এরমধ্যে মামলা নিষ্পত্তি হয়েছে ৫১টি। আর নগদ অর্থ আদায় করা হয়েছে ৬০ লাখ ৩০ হাজার ৪০০ টাকা।

  মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ সুশীল সমাজ অংশগ্রহণ করেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ