ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দের বিশিষ্ট শিক্ষানুরাগী জিএম চৌধুরীর ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-০২ ১৬:২৬:০৮
গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী জিএম চৌধুরীর নামাজে জানাযা গতকাল শুক্রবার বাদ আসর চৌধুরী আব্দুল হামিদ একাডেমী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রতিষ্ঠাতা গোলাম মোহাম্মদ চৌধুরী ওরফে জিএম চৌধুরী(৭০) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি --------রাজিউন)।

  গতকাল ২রা এপ্রিল সকাল ৭টার দিকে তিনি রাজধানী ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি নানা অসুস্থায় ভুগছিলেন।

  তিনি ছোট ভাকলা ইউনিয়নের গ্রামের চর কাঁচরন্দ গ্রামের মরহুম মোহাম্মদ হাতেম চৌধুরীর ছেলে।

  পারিবারিক সূত্রে জানাযায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী  রেখে গেছেন।

  গতকাল শুক্রবার বাদ আসর গোয়ালন্দ চৌধুরী আব্দুল হামিদ একাডেমী বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা শেষে বরাটের মতিয়াগাছি মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বিপুল সংখ্যক মানুষ তার জানাযাতে অংশ নিয়ে শেষ বিদায় জানায়।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ