ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে দৌলতদিয়ায় পদ্মায় নৌ র‌্যালী
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৪-০৪ ১৫:১৯:২৭
গোয়ালন্দের পদ্মা নদীতে গতকাল রবিবার সচেতনতামূলক নৌ-র‌্যালীর পূর্বে জেলেদের অংশগ্রহণে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

“মুজিব বর্ষে শপথ নেব, জাটকা নয় ইলিশ খাব” প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দের পদ্মা নদীতে গতকাল রবিবার বেলা ১২টায় সচেতনতামূলক নৌ-র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

  জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে দৌলতদিয়া ১নং ফেরী ঘাট হতে নৌ র‌্যালী বের করা হয়। উপজেলার ৫ কিঃ মিঃ দূরবর্তী অন্তার মোড় ঘাটে গিয়ে র‌্যালীটি শেষ হয়। এতে মোট ১২টি ইঞ্জিন চালিত জেলে নৌকা ও শতাধিক জেলে অংশ নেয়। 

  এর আগে ফেরী ঘাটে জেলেদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন। 

  উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক ওছেল মোল্লা, দৌলতদিয়া বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মোঃ মোহন মন্ডল ও সাধারণ সম্পাদক আনু খান বক্তব্য রাখেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ