ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
রাজবাড়ীর দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসি’র ৫কর্মচারীর পর এবার মেস পরিচারিকা করোনা ভাইরাসে আক্রান্ত
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২০-০৫-০৬ ১৮:২১:৩৮
করোনা ভাইরাসে আক্রান্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসি’র মেস পরিচারিকা নারীকে গতকাল ৬ই মে দুপুরে পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্য এবং রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে আইসোলেশন সেন্টারে ভর্তি করেছে

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসি’র মেস পরিচারিকা নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল ৬ই মে দুপুরে পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্য এবং রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে আইসোলেশন সেন্টারে ভর্তি করেছে।
  আক্রান্ত মরিয়ম বেগম(৪৫) অতি সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ৫জন কর্মচারী মেসে রান্নার কাজ করতেন। তার বাড়ী দৌলতদিয়া ইউপির মজিদ শেখের পাড়া(সাইনবোর্ড) এলাকায়। তার স্বামীর নাম মোঃ সোহরাব বিশ্বাস। 
  গতকাল ৬ই মে দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ৫ জন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাদের মেসে রান্না করা দুই নারীর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। তাদের মধ্যে মরিয়ম বেগমের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। 
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত শনাক্ত হওয়া ওই নারীকে তার বাড়ী থেকে এ্যাম্বুলেন্স যোগে নিয়ে এসে রাজবাড়ী সদর হাসাপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। তাকে নিয়ে রাজবাড়ীতে এ পর্যন্ত ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে ৬জন আইসোলেশন সেন্টারে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন এবং বর্তমানে ৭জন সেখানে চিকিৎসাধীন আছেন। ২জন রাজবাড়ীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এ পর্যন্ত রাজবাড়ী জেলার ৮১৪ জনের নমুন পরীক্ষা করা হয়েছে। 
  তিনি আরো বলেন, গোয়ালন্দ উপজেলা নিয়ে আলাদা পরিকল্পনা করতে হবে। জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সাথে সভা হয়েছে। সম্মিলিতভাবে করণীয় সিদ্ধান্তে আসতে হবে। আগামী ১০ই মে থেকে সরকারী সিদ্ধান্ত মোতাবেক লকডাউন কিছুটা শিথিল করা হলেও আমাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলতেই হবে। 
  উল্লেখ্য, গতকাল ৭ই মে পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী নতুন আক্রান্ত নারীসহ এ পর্যন্ত রাজবাড়ী জেলায় মোট ১৫জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে আইইডিসিআর-এর হিসাবে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৩জন। তবে আক্রান্তের সংখ্যা নিয়ে গড়মিল থাকায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। 
  এছাড়াও গোয়ালন্দ পৌর এলাকার আলম চৌধুরীর পাড়ায় করোনায় আক্রান্ত হয়ে এক সন্তানের জননী গৃহবধু আইভি আক্তার গত ৩রা মে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেলেও তার তথ্য নেই উপজেলা ও জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। গোয়ালন্দে শ্বশুড় বাড়ীতে গৃহবধু আইভি আক্তারের লাশ দাফনে স্থানীয়রা বাঁধা দেয়ায় পরে তার মরদেহ পিতার বাড়ি ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের দয়রামপুর গ্রামে দাফন করেছে ফরিদপুরের কোতয়ালী থানার পুলিশ। 

রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী ডিবি’র সফল অভিযান আন্তঃ জেলা শীর্ষ ডাকাত সর্দার বোমা খোরশেদ গ্রেফতার
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ীতে আওয়ামী লীগের ১৯জন নেতাকর্মী কারাগারে
সর্বশেষ সংবাদ