ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
করোনার সংক্রমণ রোধকল্পে রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান॥মাস্ক বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-০৯ ১৬:১০:৩২
করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে গতকাল ৯ই এপ্রিল রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার মোবাইল কোর্ট পরিচালনাসহ মাস্ক বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের(কোভিড-১৯) বিস্তার রোধকল্পে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার গতকাল ৯ই এপ্রিল শহরের মুরগির ফার্ম, সদর উপজেলার মাটিপাড়া ও বানীবহ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

  মোবাইল কোর্টের অভিযানে ৩টি মামলায় মোট ১হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টের কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করেন।

  এ সময় জনসাধারণকে মাস্ক পরিধানে উৎসাহিত করার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার মাস্ক বিতরণ করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সহযোগিতায় ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। 

  উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা মোতাবেক জনস্বার্থে রাজবাড়ীতে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ