রাজবাড়ী জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি কর্তৃক দেশের বর্তমান পরিস্থিতিতে গতকাল ১০ই এপ্রিল জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে ভার্চুয়াল জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে সবাইকে দিক নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব মোছাঃ আছিয়া বেগম।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম। সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), জেলার ৫টি উপজেলার উপজেলা চেয়ারম্যানগণ, রাজবাড়ী পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপ-পরিচালক এনএসআই এবং জেলার সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা সভায় যুক্ত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলের সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সভায় সকলে ঐকমত্য প্রকাশ করেন।