ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
রাজবাড়ীতে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত॥মৃত্যু-১
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-১০ ১৪:৫২:৫৩

রাজবাড়ীতে নতুন করে ১দিনে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

  এছাড়াও পাংশা উপজেলার ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই জেলায় গত ১বছরে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩৭৩৯ জন। এছাড়াও মৃত্যু হয়েছে ৩৩ জনের।

  গতকাল ১০ই এপ্রিল দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

  রাজবাড়ীর সিভিল সাজর্ন ডা: মোহাম্মদ ইব্রাহিম জানান, রাজবাড়ী সদর হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। দেখা যায় ১০ জনের শরীরে করোনা পজিটিভ। তাদের মধ্যে সদর উপজেলায় ৬জন, গোয়ালন্দের ১ জন ও পাংশার ৩ জন। 

  উল্লেখ্য, রাজবাড়ী জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫১৩ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। অন্যদের মধ্যে ৮জন হাসপাতালে এবং ১৮৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

রাজবাড়ীতে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা মহিলা দলের ১৬১ সদস্যের কমিটি ঘোষণা
 রাজবাড়ীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ