ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
রাজবাড়ীতে করোনা টিকার ১ম ও দ্বিতীয় ডোজ দেওয়া অব্যাহত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৪-১০ ১৫:০৪:৩৮

রাজবাড়ী জেলায় গতকাল শনিবার পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩৩ হাজার ১শত ১৪ জনকে। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২হাজার ৫শত ১৬জন।

  গতকাল ১০ই এপ্রিল জেলার নির্ধারিত কেন্দ্রেগুলোতে এই টিকা দেওয়া হয় বলে জানিয়েছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ী জেলাতে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩৩ হাজার ১শত ১৪ জনকে। আর গতকাল শনিবার দ্বিতীয় ডোজ নিয়েছে ১৩৫৮ জন। জেলায় মোট ২য় ডোজ দেওয়া হয়েছে ২হাজার ৫শত ১৬জনকে।  

  রাজবাড়ী জেলায় করোনা টিকার ১ম ডোজ মধ্যে সদর উপজেলার ১২হাজার ২শত ৭জন, পাংশায় ৭হাজার ২শত ৯৭জন, কালুখালীর ৪হাজার ৮শত ১৫জন, বালিয়াকান্দির ৫হাজার ১শত ৩৩জন ও গোয়ালন্দের ৩ হাজার ৬২জনকে দেওয়া হয়। এর মধ্যে ১৯ হাজার ৮শত ৭১ জন পুরুষ ও ১৩ হাজার ২শত ৪৩ জন মহিলা।

  এছাড়াও ২৫১৬ জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬শত ৮০ জন পুরুষ ও ৮শত ৩৬ জন মহিলা। সদর উপজেলার ১হাজার ১শত ৪৬জন, পাংশায় ৬শত ৩৯জন, কালুখালীর ৩শত ৬১ জন, বালিয়াকান্দির ১শত ৯৫ জন ও গোয়ালন্দের ১শত ৭৫জনকে দেওয়া হয়েছে।

রাজবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
চরলক্ষীপুরে থেমে থাকা পাট বোঝাই ট্রাককে গ্যাসবাহী ট্যাঙ্ক লরির ধাক্কা॥হেলপার নিহত
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজবাড়ীতে আ’লীগের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ