র্যাবের অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর গ্রাম থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ অন্তর মুন্সি(২২) নামে এক মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গতকাল ৪ঠা জুন দুপুর আড়াইটার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গঙ্গানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্তর মুন্সি গঙ্গানন্দপুর গ্রামের হাফিজ মুন্সির ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গ্রেফতারকৃত অন্তর মুন্সি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে কালুখালী থানায় হস্তান্তর পূর্বক র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।