ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
র‌্যাবের অভিযানে রাজবাড়ীর কালুখালী থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ ১জন গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-০৪ ১৭:৪৫:৪৮
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৪ঠা জুন দুপুরে গঙ্গানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা অন্তর মুন্সিকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর গ্রাম থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ অন্তর মুন্সি(২২) নামে এক মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। 
  গতকাল ৪ঠা জুন দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গঙ্গানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্তর মুন্সি গঙ্গানন্দপুর গ্রামের হাফিজ মুন্সির ছেলে। 
  র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গ্রেফতারকৃত অন্তর মুন্সি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে কালুখালী থানায় হস্তান্তর পূর্বক র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ