রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও ঢাকা ইম্পেরিয়াল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন(৫৫) করোনার উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৪ঠা জুন ভোর ৬টার দিকে মৃত্যুবরণ করেছেন।
আনোয়ার হোসেনের ছোট ভাই জুয়েল জানান, তার ভাই ‘আনোয়ার হোসেন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৩দিন আগে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। তার লাশ গ্রামের বাড়ী খানখানাপুরে আনার পর প্রশাসনের অনুমতি নিয়ে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দাফন করা হবে।’ খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল বিষয়টি নিশ্চিত করেছে।