রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪নং ফেরী ঘাট এলাকায় গতকাল ১৭ই এপ্রিল ভোর সাড়ে ৫টায় ট্রাক চাপায় মোঃ ইউনুছ মিয়া(৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ইউনুছ মিয়া কুমিল্লার মুরাদনগর থানার সাহেদাগুপ এলাকার মৃত সামছু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও তার সফরসঙ্গী জামাল বলেন, আমিসহ ৭/৮ জন ঢাকার গাবতলী থেকে খোলা ট্রাকে করে মাগুরার উদ্দেশ্যে রওয়ানা হই। ফেরী পার হয়ে দৌলতদিয়া ৪নং ফেরী ঘাটে আসলে ফেরী থেকে নামার সময় গাড়ি (ঢাকা মেট্রো-ড-১৪-৩৮১১) স্টার্ট বন্ধ হয়ে যায় এ অবস্থায় ড্রাইভার আমাদেরকে গাড়ি থেকে নেমে গাড়ির পিছনে ধাক্কা দিতে বলে এ সময় আমরা ধাক্কা দিতে থাকলে পাশে থাকা কলা বোঝাই ট্রাকটি (ঝিনাইদাহ-ট-১১-১৩৫১) আমাদের ট্রাকটিকে সজোরে এসে ধাক্কা দেয়। এ সময় পাশে থাকা ইউনুছ মিয়ার মাথা ও শরীরে চাপ লাগলে মারাত্মক জখম হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। সে ঢাকা ডেমরা এলাকার কলা ব্যবসায়ী ।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক দুটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।