ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় করোনা টিকার ১ম ডোজ ৩৩৫৫৬ ও দ্বিতীয় ডোজ নিলেন ৯১১১জন
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৪-১৭ ১৫:১২:১২

রাজবাড়ীতে করোনা টিকার এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩৩ হাজার ৫শত ৫৬ জনকে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯হাজার ১শত ১১জনকে।
  গতকাল ১৭ই এপ্রিল জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই টিকা দেওয়া হয় বলে জানিয়েছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন।
  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ী জেলাতে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩৩ হাজার ৫শত ৫৬ জনকে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯হাজার ১শত ১১জনকে। 
  রাজবাড়ীতে ৩৩ হাজার ৫শত ৫৬জনকে করোনা টিকার ১ম ডোজ দেওয়া হয়েছে। তার মধ্যে সদর উপজেলার ১২হাজার ৩শত ৯৩জন, পাংশায় ৭ হাজার ৪শত ১৮জন, কালুখালীর ৪ হাজার ৮শত ৭২জন, বালিয়াকান্দির ৫হাজার ৮শত ১১জন ও গোয়ালন্দের ৩ হাজার ৬২জন। এর মধ্যে ২০ হাজার ১শত ৫২ জন পুরুষ ও ১৩ হাজার ৪শত ৪ জন মহিলা।
  এছাড়াও ৯১১১ জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮শত ৭৬ জন পুরুষ ও ২শত ৩৬ জন মহিলা। সদর উপজেলার ৩হাজার ৯শত ৬১জন, পাংশায় ২ হাজার ৯৯জন, কালুখালীর ১হাজার ২শত ৭১জন, বালিয়াকান্দির ১হাজার ৯৫ জন ও গোয়ালন্দের ৬৮৫জনকে দেওয়া হয়েছে

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ