ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পাংশায় চলমান লকডাউনে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৪-১৮ ১৪:৪৬:৫৪
পাংশা উপজেলায় চলমান লকডাউনে বিপাকে নিম্ন আয়ের মানুষ। গতকাল রবিবার বিকেলে শহরের মালেক প্লাজার সামনে থেকে তোলা ছবি -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউন চলছে। 

  রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতেও লকডাউন কর্মসূচী পালিত হচ্ছে। শুধু কাঁচাবাজার, ঔষধ ও জরুরী সেবা ছাড়া সরকারী-বেসরকারী সব অফিস ও সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

  বন্ধ রয়েছে হোটেল-রেষ্টুরেন্ট, চায়ের দোকান, সেলুন, দর্জি, ‘স‘ মিলস, শপিংমল, জুয়েলার্স দোকান, কম্পিউটার-টিভি-মোবাইল সার্ভিসিং সেন্টার, ছাপাখানা, কম্পিউটার ও ফটোস্ট্যাস্ট দোকান, হকার ও ফুটপাথের দোকান প্রভৃতি। এসব দোকানের কর্মচারী, দিন মজুর ও নিম্ন আয়ের লোকজন বিপাকে পড়েছেন। কর্মহীন হয়ে পড়া দরিদ্র লোকজন অসহায় জীবনযাপন করছেন। হা-হুতাশ করছেন তারা।

  এদিকে চলমান লকডাউনে গতকাল ১৮ই এপ্রিল ৫মদিনে পাংশা বাজারে লকডাউন কার্যক্রম পরিদর্শন করেন প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে চলায় এবং সরকারী নির্দেশনা অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৮ জনকে ৪হাজার ৬শত টাকা জরিমানা করেন।

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ