ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ীর জাকের পার্টির সাবেক সভাপতি ডাবলু মোল্লার ইন্তেকাল
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৪-২০ ১৪:৫০:৫০

রাজবাড়ী জেলা জাকের পার্টির সাবেক সভাপতি ও সদর উপজেলার চর খানখানাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরধোপাখালি(মকবুলের দোকান) এলাকার বাসিন্দা মোঃ আলী জাকের শমশেরী ডাবলু মোল্লা ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

  তিনি গত ২০শে এপ্রিল দিনগত রাত দেড়টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

  গতকাল মঙ্গলবার বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাযা তার নিজ বাড়ীতে ও দ্বিতীয় জানাযা চরধোপাখালি জামে মসজিদে বেলা ২.৫০ মিনিটে অনুষ্ঠিত হয়।

  তিনি ২০০১ সালে রাজবাড়ী-১ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমানে তিনি বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরের রাজবাড়ী জেলা কর্মী গ্রুপের প্রধান হিসাবে দায়িত্ব পালন করতেন। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ