ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সুরাক্ষা সামগ্রী বিতরণ
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৪-২১ ১৫:৪৫:১৩
করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের ৮ম দিনে গতকাল ২১শে এপ্রিল রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের ৮ম দিনে গতকাল ২১শে এপ্রিল রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  রাজবাড়ী শহরের মূল বাজার, সদর উপজেলার ভান্ডারিয়া, নবগ্রাম ও সিংগা বাজার এলাকায় স্বাস্থ্য সচেতনতায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। একই সাথে স্বাস্থ্যবিধি লঙ্ঘন কারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় ৩হাজার ১শত টাকা জরিমানা করা হয়।
  এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা আনসার সদস্যদের দুটি টিম ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক প্রমুখ। 
  এ সময় তারা বলেন, সরকারী নির্দেশনা মেনে চলুন, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধ করুন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ