ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত॥জেলায় মোট আক্রান্ত ৩৯৫৭ জন
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৪-২২ ১৪:৩৮:৩৫

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টার আরো ২৫জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯৫৭জন। 

  গতকাল ২২শে এপ্রিল বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ী সদর হাসপাতাল ও পাংশা ,কালুখালী ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন এর মাধ্যমে ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে রাজবাড়ীর সদর উপজেলার ৪জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

  এছাড়াও গত ১৮ ও ১৯শে এপ্রিল আরটি পিসিআরে ১৩০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ তাদের রিপোর্ট হাতে পেয়েছি এদের মধ্যে ২১জন করোনায় আক্রান্ত। 

  এ জেলাতে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩৯৫৭জন। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২ হাজার ১শত ৯২জন, পাংশায় ৮৬০ জন, কালুখালীতে ২৫০জন, বালিয়াকান্দিতে ৩৩৮জন, গোয়ালন্দ উপজেলার ৩১৭জন।

  তার মধ্যে থেকে সুস্থ হয়েছে ৩৬০২জন। সদর উপজেলার ১হাজার ৯৫৯জন, পাংশায় ৭৮৫জন, কালুখালীতে ২৩৮জন, বালিয়াকান্দিতে ৩২৯জন ও গোয়ালন্দ উপজেলার ২৯১জন।

  এছাড়াও মৃত্যু হয়েছে ৩৬জনের। সদর উপজেলার ২০জন, পাংশায় ৯জন, কালুখালীতে ৩জন, বালিয়াকান্দিতে ২জন ও গোয়ালন্দ উপজেলার ২জন।

  করোনা রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৮জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৩১১জন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ