ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবে ৫ কৃষি শ্রমিক নিখোঁজ
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-০৬-০৫ ১৪:৩৮:০৩
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ৫জন কৃষি শ্রমিক নিখোঁজ হওয়ায় পরিবারের আহাজারী -মাতৃকণ্ঠ।

ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ৫জন কৃষি শ্রমিক নিখোঁজ রয়েছে। 
  গতকাল ৫ই জুন সকাল ৮টার দিকে সদরপুরের ঢেউখালী ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট থেকে ছোট্ট একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে ২৩ জন কৃষি শ্রমিক বাদাম তোলার জন্য দিয়ারার চরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 
  নিখোঁজ ৫জন কৃষি শ্রমিকের মধ্যে দু’জনের বাড়ী সদরপুরে এবং বাকী ৩জনের বাড়ী চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে। তাদের মধ্যে সদরপুরের নিখোঁজ দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ঃ পিঁয়াজখালী এলাকার দুই চাচাতো ভাই রুবেল বেপারী(২৫) ও শহীদুল বেপারী(২২)। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। মানিকগঞ্জ থেকে ৩জন ডুবুরী এসে তাদের সাথে যোগ দেয়ার কথা রয়েছে। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ