ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে আরো ১৪ ব্যক্তির করোনা শনাক্ত॥মোট আক্রান্ত ৩৯৯১জন
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৪-২৬ ১৪:৪৮:০৫

রাজবাড়ীতে গত ২৪ঘন্টার নতুন করে আরও ১৪জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

  এ নিয়ে এই জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯৯১জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩৬০২জন। এছাড়াও মৃত্যু হয়েছে ৩৬জনের। 

  গতকাল ২৬শে এপ্রিল দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেন।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ী সদর হাসপাতাল ও পাংশা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে রাজবাড়ীর সদর উপজেলার ১জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

  এছাড়াও গত ২২শে এপ্রিল আরটি পিসিআরের মাধ্যমে ৪৬টি নমুনা ঢাকাতে পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ১৩ জন করোনায় পজিটিভ। এ জেলাতে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩৯৯১জন। 

  তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২হাজার ২শত ২৩জন, পাংশায় ৮৬০জন, কালুখালীতে ২৫৩জন, বালিয়াকান্দিতে ৩৩৮জন, গোয়ালন্দ উপজেলার ৩১৭ জন। মোট সুস্থ হয়েছে ৩৬০২ জন। সদর উপজেলার ১হাজার ৯৫৯ জন, পাংশায় ৭৮৫জন, কালুখালীতে ২৩৮ জন, বালিয়াকান্দিতে ৩২৯ জন, গোয়ালন্দ উপজেলার ২৯১ জন। এছাড়াও মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে সদর উপজেলার ২০ জন , পাংশায় ৯জন, কালুখালীতে ৩জন, বালিয়াকান্দিতে ২জন, গোয়ালন্দ উপজেলার ২জন। 

  করোনা রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ১০ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৩৪৩ জন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ