ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
করোনার অবসাদ থেকে মুক্তি পেতে ঘুড়ি উৎসব
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২০-০৬-০৫ ১৪:৪৩:০৭
করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে সবকিছু। অবস্থায় করোনার অবসাদ থেকে মুক্তি পেতে ঘুড়ি উৎসবে মেতেছে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে সবকিছু। বদলে গিয়েছে মানুষের জীবনযাত্রা। সময়ের বিবর্তনে ছুটে চলা মানুষগুলো এখন ঘরবন্দী। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। বিষন্নতায় ভুগছে সবাই। 
  এ অবস্থায় করোনার অবসাদ থেকে মুক্তি পেতে ঘুড়ি উৎসবে মেতেছে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ। পড়ন্ত বিকেলের হালকা বাতাসে বাঙালীর ঐতিহ্য রঙিন ঘুড়িতে ছেয়ে যায় মেঘলা আকাশ। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সীরা মাঠে, ফাঁকা জায়গায় কিংবা বাড়ীর ছাদে ঘুড়ি ওড়ায়। ঘুড়ির সুতা কাটাকাটি কিংবা দূর আকাশে ঘুড়ি পাঠানো। সন্ধ্যা বেলায় ঘুড়ির সাথে আলোকসজ্জা যেন করোনাকালীন ক্লান্তি ও অবসাদ দূর করার এক সুস্থ অনাবিল প্রতিযোগিতা।
  রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গুপ্তলক্ষ্মণদিয়া গ্রামের বিজন বৈরাগী বলেন, করোনা ভাইরাসের পূর্বে বিকালে বন্ধুদের সাথে এক জায়গায় বসে মোবাইলের মাধ্যমে আড্ডা দেয়া হতো। কিন্তু এখন বাইরে বের হওয়ার বিধি-নিষেধের কারণে সবাই মিলে বাড়ীর পাশে মাঠে ঘুড়ি ওড়াই।
  বালিয়াকান্দি সদরের অনিল মিয়া নামের একজন স্কুলছাত্র বলেন, স্কুল বন্ধ থাকায় সবসময় বাসায়ই থাকতে হয়। তাই বিকালে স্কুল মাঠে বন্ধুদের সাথে ঘুড়ি ওড়াই। এতে আমাদের ভালো লাগে।
   এদিকে ঘুড়ির চাহিদা বাড়ার কারণে রাজবাড়ীর বিভিন্ন স্থানে জমে উঠেছে ঘুড়ি এবং লাটাই এর ব্যবসা। নিজ নিজ এলাকায় যাদের বানানো ঘুড়ি ওড়ে তারা প্রতিটি ঘুড়ি ২শত  টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে।
  রাজবাড়ী সদরের প্রসেনজিৎ বিশ্বাস নামের একজন ঘড়ি বিক্রেতা বলেন, বর্তমানে ফেচো ঘুড়ি এবং বাক্স ঘুড়ির চাহিদা বেশী। ফেচো ঘুড়ি  ৩শত টাকা ও বাক্স ঘুড়ি ৬শত টাকা করে বিক্রি করছি। 
  বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম শেখ বলেন, করোনা ভাইরাসের কারণে সামাজিক অপরাধ সত্যিকার অর্থেই হ্রাস পেয়েছে। মোবাইলের আসক্তি ছেড়ে অনেকেই এখন ঘুড়ি ওড়ানোর উৎসবে মেতেছে। 
  বালিয়াকান্দি নির্মল সাংস্কৃতিক একাডেমীর অধ্যক্ষ উত্তম কুমার গোম্বামী বলেন, ঘুড়ি উৎসব বাংলা ঐতিহ্যের সাথে জড়িত। কয়েক বছর ঘরে রাজবাড়ীতে ঘুড়ি ওড়ানো প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। করোনা ভাইরাসের কারণে বিকালে বাজার-ঘাট বন্ধ থাকার কারণে তরুণ প্রজন্ম আবার ঘুড়ি উৎসব ফিরে পেয়েছে। শুধু ঘুড়ি উৎসবই নয়-দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট এসব খেলা আবার ফিরিয়ে আনলে বাংলার সংস্কৃতি আরো শক্তিশালী হবে।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ