ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দের উজানচরে এক কৃষকের দুইবিঘা জমির ধান কেটে দিল কৃষক লীগের নেতৃবৃন্দ
  • শিহাবুর রহমান
  • ২০২১-০৪-২৮ ১৫:০০:১৮
গোয়ালন্দ উপজেলার উজানচরে গতকাল ২৮শে এপ্রিল দুপুরে করোনায় ক্ষতিগ্রস্ত এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরে করোনায় ক্ষতিগ্রস্ত এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। 

  এই ধান কাটার মধ্য দিয়ে গতকাল ২৮শে এপ্রিল দুপুরে রাজবাড়ী জেলায় কৃষকের ধান কাটা কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। 

  এ সময় রাজবাড়ী জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আবু বক্কার খান, যুগ্ম-আহবায়ক হেনা মুন্সি, কৃষিবিদ আবুল হোসেনসহ রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  ধান কাটার প্রাক্কালে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক সংসদ সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতির পরামর্শে সারাদেশে কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। চলমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ