ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে সামাজিক সংগঠন ‘সচেতন আলীপুরবাসী’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২১-০৪-৩০ ১৪:৩৩:১৭
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে গতকাল শুক্রবার দুুপুরে ‘সচেতন আলীপুরবাসী’-এর উদ্যোগে শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের সামাজিক সংগঠন ‘সচেতন আলীপুরবাসী’-এর উদ্যোগে শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

  গতকাল শুক্রবার দুুপুরে আলাদীপুর আর.সি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল চাল, চিনি, ডাল, তেল, সাবান, দুধ, সেমাই ও নারকেল তেল।

  আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুল রশিদ মিলন প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন।  

  এ সময় বিশেষ অতিথি হিসেবে ভিএসএফ গ্রুপের ম্যানেজার আব্দুস সামাদ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ আব্দুল আলিম মোল্লা, আবুল শেখ, মোঃ মিঠু শেখ, নুরুল হক শুভ, আশরাফুল ইসলাম ও জাকির দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ