ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
করোনা সংক্রমণ ঠেকাতে রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৭জনের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৪-৩০ ১৪:৪৭:২৭
কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব গতকাল ৩০শে এপ্রিল বিকালে অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি না মানায় ৭জনকে ২ হাজার ৮শত টাকা জরিমানা করেন -মাতৃকণ্ঠ।

কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত গতকাল ৩০শে এপ্রিল বিকালে অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় ৭জনকে ২ হাজার ৮শত টাকা জরিমানা করেছে।

  জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব গতকাল শুক্রবার শহরের বড়পুল, নতুন বাজার, মুরগী ফার্ম, মাটিপাড়া ও বানীবহ বাজারে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন। 

  এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব বলেন, রাজবাড়ী শহরের গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ৭টি মামলায় ৭ব্যক্তিকে ২ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন করা হয়। পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকে জনগণকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। 

  ভ্রাম্যমান আদালত পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের একট টিম সহযোগিতা করে।  

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ