সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা গতকাল ৫ই জুন রাজবাড়ী বাজার ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।
গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে তিনি প্রথমে রাজবাড়ী বাজার পরিদর্শনকালে বাজারের ব্যবসায়ী-ক্রেতাদের সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করার পাশাপাশি বেশ কিছু হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লোভস বিতরণ করেন।
এরপর তিনি রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সাথে সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন এবং হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা রোগীদের সম্পর্কে খোঁজ-খবর নেন। এছাড়াও তিনি যে কোন প্রয়োজনে হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তাদের তার সাথে যোগাযোগের পরামর্শ দেন।