ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
রাজবাড়ী সদর হাসপাতাল ও বাজার পরিদর্শনে মহিলা এমপি রুমা চৌধুরী॥মাস্ক-স্যানিটাইজার-গ্লোভস বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-০৫ ১৪:৫২:১২
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা গতকাল ৫ই জুন রাজবাড়ী বাজার পরিদর্শনকালে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতামূলক দিক-নির্দেশনার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লোভস বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা গতকাল ৫ই জুন রাজবাড়ী বাজার ও সদর হাসপাতাল পরিদর্শন করেন। 
  গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে তিনি প্রথমে রাজবাড়ী বাজার পরিদর্শনকালে বাজারের ব্যবসায়ী-ক্রেতাদের সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করার পাশাপাশি বেশ কিছু হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লোভস বিতরণ করেন। 
  এরপর তিনি রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সাথে সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন এবং হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা রোগীদের সম্পর্কে খোঁজ-খবর নেন। এছাড়াও তিনি যে কোন প্রয়োজনে হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তাদের তার সাথে যোগাযোগের পরামর্শ দেন।

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ