ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
পাংশা উপজেলায় মৎস্য বিভাগের আরডি প্রদর্শনীর উপকরণ বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৫-০৫ ১৪:১৯:৩৩
পাংশা উপজেলায় মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল বুধবার আরডি প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ -মাতৃকণ্ঠ।

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ৩টি আরডি প্রদর্শনীর মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। 

  গতকাল ৫ই মে সকাল সকাল ১১টার সময় পাংশা উপজেলা পরিষদ চত্বরে ২০২০-২০২১ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। 

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ।

  জানা যায়, পাট্টা ইউপির উত্তর বিশ্বাসের মাজাইল গ্রামের কার্প মিশ্রচাষ আরডি প্রদর্শনী-২০২১ এর আরডি দলনেতা মনিরুল ইসলামকে ৩৩ কেজি চুন, ৫০কেজি সরিষার খৈল, ১০কেজি ইউরিয়া, ১০কেজি টিএসপি ও ২শ’ কেজি প্লেট খাদ্য, কলিমহর ইউপির হাটবনগ্রামের গুলশা, পাবদা ও টেংরা আরডি প্রদর্শনী-২০২১ এর আরডি দলনেতা মাহাবুবা খানমকে ৩৩কেজি চুন, ১শ’ কেজি সরিষার খৈল, ৬৭ কেজি ইউরিয়া, ৩৩ কেজি টিএসপি ও ৩২৫ কেজি প্লেট খাদ্য এবং মাছপাড়া ইউপির রামকোল বাহাদুরপুর গ্রামের মনোসেক্স তেলাপিয়া আরডি প্রদর্শনী-২০২১ এর আরডি দলনেতা সাজেদুর রহমানকে প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। 

  মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, মাছ চাষের আধুনিক কলাকৌশল ইউনিয়নের তৃণমূল মৎস্যচাষীদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার যুগোপযোগী কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচী বাস্তবায়নে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ