করোনা পরিস্থিতির কারণে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৩৬৫টি মসজিদকে ৫হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল ৬ই জুন দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বালিয়াকান্দি উপজেলা কার্যালয়ে মসজিদ কমিটিগুলোর নেতৃবৃন্দের কাছে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বালিয়াকান্দি উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার জাবেদ আলী ও মডেল কেয়ারটেকার ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।