ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজবাড়ী সদরের দাদশী ইউপির রামচন্দ্রপুর থেকে ২ কেজি গাঁজাসহ ১নারী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-০৬ ১৪:৪২:১১
রাজবাড়ী থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তর পাড়া থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিক্তা বেগমকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তর পাড়া থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিক্তা বেগম (২২)কে গ্রেফতার করেছে। 

  গ্রেফতারকৃত আটক রিক্তা বেগম দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর (উত্তরপাড়া) গ্রামের জাহাঙ্গীর সরদার ওরফে জানু’র মেয়ে। 

  রাজবাড়ী সদর থানার এস.আই হিরণ কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে রিক্তা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ