ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
ভারতের করোনা অনেক বেশি সংক্রামক ও উদ্বেগজনক ঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২১-০৫-১১ ১৪:২২:০১

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিওএইচও) ভারতে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়া করোনার ধরনকে অনেক বেশি সংক্রামক ও উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করছে।

  স্বাস্থ্য সংস্থা বলছে, গত অক্টোবরে ভারতে করোনার বি.১.৬১৭ ধরনটি পাওয়া গেছে। মনে হচ্ছে এটি খুব সহজেই ছড়িয়ে পড়তে সক্ষম।

  সংস্থায় কোভিড-১৯ এর নেতৃত্বদানকারী মারিয়া ভ্যান কারখোভ সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এটি খুবই সংক্রামক।

  তিনি বলেন, এ কারণে আমরা একে বৈশ্বিক পর্যায়ে উদ্বেগজনক ধরন হিসেবে চিহ্নিত করতে যাচ্ছি।

  এদিকে করোনার এ ধরন সম্পর্কে আরো বিস্তারিত জানানো হবে বলেও কারখোভ উল্লেখ করেন।

  ভারতে করোনার ব্যাপক সংক্রমণের জন্য বি.১.৬১৭ ধরনটিকে দায়ী করা হচ্ছে। ডব্লিওএইচও একে এখনও ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে।

  তবে এখন সংস্থা ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ধরনের সাথে যুক্ত করে ভারতের করোনাকেও উদ্বেগজনক ধরন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে। করোনার এ ধরন মূল ধরন থেকে অনেক বেশি ভয়ংকর।

ভ্যান কারখোভ বলেন, করোনার এ উদ্বেগজনক ধরনটি আমরা বিশ্বজুড়েই লক্ষ্য করে যাচিছ। এর সংক্রমণ সীমিত করতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে।

  এদিকে দেশটিতে গত ২৪ ঘন্টায় আরো ৩ লাখ ২৯ হাজারের বেশি মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। টানা ১৪ দিন পর আজ সংক্রমণের সংখ্যা কিছুটা হ্রাস পেতে দেখা যাচ্ছে। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জনে দাঁড়ালো। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

  স্থানীয় সময় সকাল ৮ টায় প্রাপ্ত হালনাগাদ উপাত্ত অনুযায়ী, ভারতে এক দিনে মোট ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময়ে দেশটিতে ৩ হাজার ৮৭৬ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনে দাঁড়ালো।

  দুই মাস ধরে ভারতে কোভিড-১৯ আক্রান্তের হার অনেক বেড়ে গেছে। দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ১৫ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের ১৬.১৬ শতাংশ। এদিকে দেশটিতে করোনায় সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় এ রোগ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে ৮২.৭৫ শতাংশে দাঁড়িয়েছে।

  স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ১ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হার ১.০৯ শতাংশ। সংক্রমণের তীব্রতার কারণে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

ইসরায়েলের ওপর ইরানের হামলা ‘সফল হয়েছে’ : তেহরান
ইসরায়েলে মার্কিন কুটনীতিকদের জন্য ভ্রমণ সতর্কতা
পাথর-বিটুমিন মিশ্রণযন্ত্রের দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়ায় বায়ু দুষণ॥প্রতিকারের কেউ নেই!
সর্বশেষ সংবাদ