ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী সদরের ২৩ হাজার ৪২৯টি অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র অর্থ বিতরণ সম্পন্ন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-১২ ১৭:০১:২৪

চলতি ২০২০-২০২১ অর্থ বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ-এর আওতায় রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ২৩ হাজার ৪২৯ জন অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৪৫০ টাকা করে বিতরণ সম্পন্ন হয়েছে।

  গতকাল ১২ই মে সদর উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে রামকান্তপুর ইউনিয়নের ১হাজার ৫শত ৮২ জন অসহায় দুস্থ মানুয়ের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৪৫০ টাকা টাকা বিতরণ করার মাধ্যমে সদর উপজেলার ২৩ হাজার ৪২৯ জন অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৪৫০ টাকা করে বিতরণ সম্পন্ন হয়েছে।

  এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ট্যাগ অফিসার ও রাজবাড়ী সদর উপজেলা পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাশেম বিশ্বাস ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, ঈদের আগেই ১৪টি ইউনিয়নের অসহায় ২৩ হাজার ৪২৯ জনকে নগদ ৪৫০ টাকা করে মোট ১ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ৫০ টাকা বিতরণ করা হয়।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ