ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
রাজবাড়ী সদর হাসপাতালে করোনার উপসর্গে এক যুবকের মৃত্যু
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২০-০৬-০৭ ১৫:২১:৫৬

রাজবাড়ী সদর হাসপাতালে করোনার উপসর্গ(জ্বর,সর্দি-কাশি) নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৭ই জুন ভোরে হানিফ গাজী(২৮) নামে এক যুবক মারা গেছে। সে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মৃত বিল্লাল গাজীর ছেলে। 
  মৃত হানিফ গাজীর স্বজনরা জানান, বাবা মারা যাওয়ার পর থেকে হানিফ গাজী তার মায়ের সাথে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মামা শাহজাহানের বাড়ীতে বসবাস করে আসছিল। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। হঠাৎ করে জ্বর, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে দেখা দিলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
  রাজবাড়ীর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস বলেন, গত শনিবার দুপুরে হানিফ গাজীকে জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সে করোনায় আক্রান্ত ছিল কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।  

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ