ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৫-১৯ ১৪:৪০:৪৮
পাংশায় গতকাল বুধবার দুপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউএনও মোহাম্মাদ আলী -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী গতকাল ১৯শে মে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের(অন্ধ ব্যক্তিদের) মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

  এ সময় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন ও পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। 

  এর আগে ইউএনও মোহাম্মাদ আলী সেলুন কর্মচারী, চা-দোকানী ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। গত কয়েক দিনে প্রায় ৩শত দরিদ্র পরিবারে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-চাল, মসুর ডাল, সয়াবিন তেল ও লবন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ