ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশার উপজেলা চেয়ারম্যান ওদুদের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট
  • সোহেল মিয়া
  • ২০২১-০৫-১৯ ১৪:৪৬:২৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের সাময়িক বরখাস্তের আদেশ ৩মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। 

  বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদ হাসান ওদুদের পক্ষে নিযুক্ত আইনজীবী এডভোকেট মনজিল মোরশেদ।

  তিনি জানান, গত ৫ই মে স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত আদেশে সাময়িক বরখাস্ত হয় পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। সেই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে গতকাল ১৯শে মে শুনানী শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার মোঃ জাহাঙ্গীরের আদালত “উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পিটিশনারকে ০৫/০৫/২০২১ তারিখের সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না তা জানাতে ৪সপ্তাহের রুল জারি করেছেন”। আদালত এক অন্তবর্তিকালীন আদেশে ০৫/০৫/২০২১ তারিখের সাময়িক বরখাস্তের আদেশ ৩মাসের জন্য স্থগিত করেছেন।

  রিটের বিবাদীরা হলেন ঃ স্থানীয় সরকার বিভাগের সচিব ও উপসচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, রাজবাড়ীর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার পাংশা এবং প্যানেল চেয়ারম্যান পাংশা উপজেলা। 

  বাদী পক্ষে শুনানী করেন এডভোকেট মনজিল মোরসেদ এবং সরকার পক্ষে ছিলেন ডিএজি অরবিন্দ কুমার রায়। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ