ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কালুখালী প্রেসক্লাবের মানববন্ধন
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৫-২০ ১৪:২৬:৩৩
সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্থার পর মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাজবাড়ী জেলার কালুখালী প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্থার পর মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাজবাড়ী জেলার কালুখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ২০শে মে সকাল ১১টায় উপজেলার রতনদিয়া বাজারের প্রধান সড়কে কালুখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

  মানববন্ধনে দৈনিক প্রথম আলো’র রাজবাড়ী জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, কালুখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সাংবাদিক সুমন বিশ্বাস, এস এম রাসেল কবীর, মাসুদ রেজা শিশির, সমীর পাল, শামিম আহমেদ, সৈয়দ মেহেদী হাসান ও কালুখালী উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিক শাহিন রেজা, শাকিল আদনান, হাসমত মোল্লা, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও হেলাল উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থার ও মিথ্যা মামলার প্রতিবাদ করে অতিদ্রুত তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ