ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
দৌলতদিয়া যৌনপল্লীতে পাচার হওয়া কিশোরী উদ্ধার॥মূল হোতা গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৫-২০ ১৪:২৬:৫৮

রাজবাড়ী জেলার বৃহত্তর দৌলতদিয়া যৌনপল্লীর বন্দী দশা হতে এক তরুণীকে উদ্ধার করেছে থানা পুলিশ। সেইসাথে ঘটনার মূল হোতা যৌনপল্লীর বাড়ীওয়ালা কনক মন্ডল (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

  কনক গোয়ালন্দ বাজার আড়ৎপট্টির  মোশাররফ মন্ডলের ছেলে। তার মা প্রয়াত কল্পনা বেগম পতিতাপল্লীর বাড়ীওয়ালী ছিলেন। 

  গত বুধবার সকালের দিকে এক খদ্দেরের মোবাইল হতে তরুণী গোপনে থানায় ফোন করলে পুলিশ গিয়ে তাকে  উদ্ধার করে এবং ঐ বাড়ীওয়ালা কনককে গ্রেপ্তার করে। 

  এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে।

  মামলার সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তরুণীর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। ৪বছর আগে পাশ্ববর্তী এলাকায় তার বিয়ে হয়। দরিদ্র বেকার স্বামীর সংসারে অভাব- অনটন লেগেই থাকত। যে কারণে ভাগ্য বদলের আশায় তারা ঢাকার সাভারে এসে দু’জনেই গার্মেন্টসে কাজ নেয়। বেতন কম হলেও দু’জনের মোটামুটি চলছিল। সম্প্রতি এক অজ্ঞাত মহিলার সাথে ওই তরুণী গৃহবধূর পরিচয় হয়। অজ্ঞাত মহিলা মূলত নারী পাচারকারী চক্রের একজন সদস্য। ভালো বেতনে চাকরীর কথা বলে মহিলা তরুণীর সাথে সখ্যতা গড়ে তোলেন। নতুন চাকরীতে যোগদানের কথা বলে মহিলা তরুণীকে গত ২৭শে মার্চ বিকেলে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া পতিতাপল্লীতে নিয়ে আসে। পরে সে বাড়ীয়ালা কনকের কাছে তরুণীকে মোটা অংকের টাকায় বিক্রি করে পালিয়ে যায়। কনক তরুণীকে তার বাড়ীর একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তার ঘরে খদ্দের পাঠিয়ে দেহ ব্যবসা করাতে থাকে। কনক তরুণীর ব্যক্তিগত মোবাইল ফোনটিও ভেঙে ফেলে।

  গত ১৯শে মে সকালের দিকে এভাবে তার কক্ষে এক খদ্দের পাঠায় বাড়ীওয়ালা কনক। এ সময় তরুণী কৌশলে ওই খদ্দেরের মোবাইল ফোন হতে গোয়ালন্দ ঘাট থানায় ফোন করে তাকে উদ্ধারের আকুতি জানায়। এরপর থানা পুলিশের একটি দল পল্লীতে গিয়ে তরুণীকে কনকের বাড়ীর একটি কক্ষের বন্দীদশা হতে উদ্ধার করে। এ সময় পুলিশ বাড়ীর মালিক কনককেও গ্রেপ্তার করে। 

  এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় বাড়ীওয়ালা কনক এবং তাকে পাচার করে আনা অজ্ঞাত মহিলার বিরুদ্ধে  তরুণী মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আসামী কনককে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাত মহিলাকে খোঁজা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
 গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ