ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ৪টি ড্রাম ট্রাক জব্দ॥১লক্ষ টাকা জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৫-২০ ১৪:২৯:৫৬
গোয়ালন্দে অবৈধভাবে কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি কাটার অপরাধে ৪টি ড্রাম ট্রাক জব্দ করাসহ ড্রাম ট্রাকের মালিকদের ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবৈধভাবে কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি কাটার অপরাধে ৪টি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে ড্রাম ট্রাকের মালিকদের সাজা হিসেবে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

  অর্থদন্ডে দন্ডিতরা হলেন ট্রাক মালিক মোঃ রানা(৩৮),  মোঃ মুনজু(৩৫), তাহাজ্জুত হোসেন সুমন(৫২) ও জাহাঙ্গীর হোসেন(৪৭)। এদের  প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

  এরা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। মাটি বিক্রি করে তারা হাতিয়ে নিচ্ছিল লক্ষ লক্ষ টাকা ।

  গত ১৯শে মে বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট সংলগ্ন মরা পদ্মা এলাকায় অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেয় ভ্রাম্যমাণ আদালত।

  গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

  জানা গেছে, সাজাপ্রাপ্তরাসহ সংঘবদ্ধ একটি চক্র বেশ কিছুদিন ধরে উপজেলার পদ্মা নদীর ভাঙ্গন কবলিত ওই এলাকা হতে রাতের আধারে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। এভাবে চক্রটি হাতিয়ে নিচ্ছিল লক্ষ লক্ষ টাকা। 

  এদিকে অবাধে নদী তীরবর্তী কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। মাটিবাহী ড্রাম ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় সড়ক-মহাসড়কে ইতিপূর্বে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। 

  এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি উত্তোলন প্রতিরোধ ও সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ভিত্তিতে অভিযুক্তদের কাছ থেকে সর্বনিম্ন জরিমানা আদায় ও মুচলেকাসহ সতর্ক করা হয়। এ চক্রের অপর সদস্যদের খোঁজা হচ্ছে। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ