ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
ভ্রাম্যমান আদালতে গোয়ালন্দে ৩জন মাদকসেবীর কারাদন্ড
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৫-২৬ ১৫:১৬:৩৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় গতকাল ২৬শে মে দুপুরে অভিযান চালিয়ে ৩জন মাদকসেবীকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

  গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শীর্ষেন্দু সাহা এ অভিযান পরিচালনা করেন।

  অভিযানে আটককৃত মাদকসেবীরা হলো ঃ মানিকগঞ্জ জেলার পিয়ালপুর গ্রামের মোঃ আনছার আলীর ছেলে মোহাম্মদ আলী(৩৫), পাঁচুরিয়া এলাকার মোঃ সাদেক সরদারের ছেলে মোঃ রশিদ সরদার(৪৫), দেবগ্রাম (আশ্রায়ন) এলাকার মোঃ হিরণ ব্যাপারীর ছেলে মোঃ মমিন ব্যাপারী(৪২)। এ সময় আটককৃত মাদকসেবী প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে ৬মাস করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।  

  এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে এই মাদকসেবীদেরকে আটক করা হয়। 

  তিনি আরো বলেন, গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ