ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
দৌলতদিয়ায় একটি বাগাইড় মাছ ৪৪ হাজার টাকায় বিক্রি
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৫-২৯ ১৪:৪২:৫০
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নং ফেরী ঘাটের অদুরে পদ্মা নদীতে গতকাল শনিবার ভোর রাতে জয়নাল হালদারের জালে সাড়ে ৩১ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়ে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নং ফেরী ঘাটের অদুরে পদ্মা নদীতে গতকাল শনিবার ভোর রাতে জয়নাল হালদারের জালে সাড়ে ৩১ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। 

  পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মন্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরী ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে ১২৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় ক্রয় করেন। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভীড় করেন। 

  মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এই বাগাইড় মাছটি আমি ১২৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে ১৪০০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মোট ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি। অনেক দিন হল বড় মাছ পাইনা, আজকে এ মাছটি পেয়ে ভালই লাগছে।

  এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ নানান  মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে”।

 বালিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের আয়োজন প্রস্তুতিমূলক সভা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ