ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
বালিয়াকান্দির বহরপুরে পর্নোগ্রাফি আইনে কম্পিউটারের দোকানীকে ৩ মাসের জেল ও জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৫-২৯ ১৪:৪৫:৩৪
বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে গতকাল ২৯শে মে বিকালে বিন্তি কম্পিউটারের এন্ড সার্ভিসিংয়ের মালিক মান্নান বিশ্বাসকে পর্নোগ্রাফি রাখায় দায়ে ৩ মাসের কারাদন্ড ও ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে বিন্তি কম্পিউটারের এন্ড সার্ভিসিংয়ে পর্নোগ্রাফি রাখায় দায়ে দোকানের মালিক মান্নান বিশ্বাস (৩৫)কে ৩ মাসের কারাদন্ড ও ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  মান্নান বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের গোলাম মোস্তফা লালের ছেলে। গতকাল ২৯শে মে বিকালে বহরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে জেল ও জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। 

  জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে বিন্তি কম্পিউটার এন্ড সার্ভিসিংয়ের দোকানে মালিককে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(৫)(ক) ধারার অপরাধে ৩ মাসের কারাদন্ড ও ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  এ সময় অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

 বালিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের আয়োজন প্রস্তুতিমূলক সভা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ