রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে বিন্তি কম্পিউটারের এন্ড সার্ভিসিংয়ে পর্নোগ্রাফি রাখায় দায়ে দোকানের মালিক মান্নান বিশ্বাস (৩৫)কে ৩ মাসের কারাদন্ড ও ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মান্নান বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের গোলাম মোস্তফা লালের ছেলে। গতকাল ২৯শে মে বিকালে বহরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে জেল ও জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে বিন্তি কম্পিউটার এন্ড সার্ভিসিংয়ের দোকানে মালিককে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(৫)(ক) ধারার অপরাধে ৩ মাসের কারাদন্ড ও ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।