ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-৩০ ১৫:১১:২২
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদে নতুন অর্থ বছরের জন্য গতকাল রবিবার সকালে উন্মুক্ত বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান মোঃ তোরাপ আলী মন্ডল বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদে নতুন ২০২১-২০২২ অর্থ বছরের জন্য রবিবার সকালে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

  শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোরাপ আলী মন্ডলের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়নের সচিব মোঃ জহির উদ্দিন। 

  জানা গেছে, আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে মোট আয় ১ কোটি ২২ লক্ষ ৯ হাজার ৮০০ টাকা এবং মোট ব্যয় ১ কোটি ২১ লক্ষ ৩৫ হাজার ৪০০ টাকা ধরা হয়েছে। এতে করে ৭৪ হাজার ৪০০ টাকা উদ্ধৃত্ত থাকবে। 

  বাজেট সভায় শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম হোসেন ফরিদ, মোঃ আক্তার হোসেন, রতন শিকদার, মোঃ বাবু শেখ, মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, মোঃ চুন্নু খান, লিটন প্রামাণিক, মো. আজিজুল হক, ফরিদা বেগম, মোছাঃ মিরা বেগম, কল্যাণী রানী মজুমদারসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ