রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ ইউসুফ মন্ডল(৭০) গতকাল ৮ই জুন বিকাল সাড়ে ৪টায় মারা গেছে।
মৃত ইউসুফ মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর গ্রামের মৃত দিরাজ মন্ডলের ছেলে।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়ার স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, গত শুক্রবার জ্বর সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন বৃৃদ্ধ ইউসুফ মন্ডল। সোমবার বিকেলে তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে বলা হয়েছে।