ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
তথ্য ও সম্প্রচার-বাণিজ্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-৩০ ১৫:১৯:৫৯
ছবিতে বাম থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব খাজা মিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন -মাতৃকণ্ঠ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গতকাল ৩০শে মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

 অন্যদিকে যৌথ মূলধন কোম্পানী ও ফার্মের পরিদপ্তরের নিবন্ধক মোঃ মকবুল হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

পবিত্র লাইলাতুল কদর আজ
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে কর্মসূচি গ্রহণ মহান স্বাধীনতা দিবস আজ
গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব অতিদ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে-----প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ