ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
কালুখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৬-০৮ ১৫:১৫:০৬
কালুখালী উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মধ্যে গতকাল ৮ই জুন দুুপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 
  গতকাল ৮ই জুন দুুপুরে কালুখালী উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে তাদের মধ্যে ১ ও ২ বান্ডিল করে ঢেউটিন এবং  নগদ ৩ ও ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়। 
  জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কালুখালী উপজেলার ২৬টি পরিবারের মধ্যে বিতরণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ এসেছে। প্রথম দিনে ৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এই ঢেউটিন ও অর্থ বিতরণ করা হলো। পরবর্তীতে অবশিষ্ট পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে। যারা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ২বান্ডিল করে ঢেউটিন ও ৬হাজার টাকা করে এবং যারা অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে ১বান্ডিল করে ঢেউটিন ও ৩হাজার টাকা করে বিতরণ করা হবে। 

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ