রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় পণ্যের মূল্য তালিকা ও পণ্যের উৎপাদন এবং মেয়াদোর্ত্তীনের তারিখ না থাকায় ২জন মুুদি দোকানীকে সাড়ে ৩হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ১লা জুন দুপুরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের ভ্রাম্যমান আদালত দৌলতদিয়া ফেরী ঘাট এলাকার বাইপাস সড়কের পাশে অবস্থিত দুটি মুদি দোকানে অভিযান চালিয়ে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোর্ত্তীনের তারখি না থাকায় ২জন দোকানী মোঃ চুন্নু মন্ডল(৪৫) ও মোঃ শাকিল মোল্লা (২১)কে উক্ত জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, এ অভিযান অব্যহত থাকবে।