ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৬-০১ ১৪:৪৫:৫৭

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় প্রকল্পের রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল ১লা জুন দুপুরে অফিসার্স ক্লাব মিলনায়তনে মন্দির ভিত্তিক স্কুলগুলোর ২০২০ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া ও গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।  

  অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলার শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্তসহ অন্যান্যরা উপস্থিত থেকে এই পুরষ্কারগুলো বিতরণ করেন। 

  অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক তোফাজ্জেল হোসেন। 

  পরে অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি মন্দির ভিত্তিক ৫৯টি স্কুলের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া ও গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ