ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী সদরে মৎস্য চাষীদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৬-০৬ ১৪:১২:২৬
রাজবাড়ী সদর উপজেলার ৯জন মৎস্য চাষীর মাঝে গতকাল ৬ই জুন বিকালে উপকরণ বিতরণ করেন মৎস্য অধিদপ্তরের পরিচালক আজিজুল হক ও জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালসহ অন্যান্য কর্মকর্তাগণ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলায় চলতি ২০২০-২০২১ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওয়তার ৯জন মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। 

  গতকাল ৬ই জুন বিকালে রাজবাড়ী সদর উপজেলা সিনিময় মৎস্য দপ্তরের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মাছের খাদ্য বিতরণ হয়। 

  জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাঃ নওশের আলী, জেলা মৎস্য সম্প্রসারণ অফিসার শামীমা আক্তার ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামালসহ প্রমুখ।  

  জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, করোনাকালীন মাছের চাষ বৃদ্ধিতে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে অসহায় দুস্থ মৎস্য চাষীরা উপকৃত হবে। এতে মাছ চাষ বৃদ্ধি পেলে আমাদের আমিষের চাহিদা পূরণ হবে। তাই মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়ে) এর আওতায় আরডি মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হল। 

  উল্লেখ্য, ৯জন মৎস্য চাষীদের মাঝে উপকরণ হিসেবে পিলেট ফিড খাদ্য দেওয়া হয়। এরআগে এই সকল চাষীদের রাইস পলিশ, মাছের পোনা, চুন, সরিয়ার খৈল, ইউরিয়া, টিএসপি, সুমিথিয়ন, ব্লিচিং পাউডার, চিটাগুর ও ঈষ্টসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ