ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
রাজবাড়ী শহরের আল মদিনা ডায়াগনষ্টিক ও আস্থা মা-শিশু হাসপাতালের জরিমানা
  • প্রেস বিজ্ঞপ্তি
  • ২০২১-০৬-০৬ ১৪:১৪:০৩
ঝুঁকিপূর্ণ বজ্য ফেলে পরিবেশ দূষণ করার দায়ে গতকাল ৬ই জুন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা পাবলিক হেলথ মোড়ে অবস্থিত আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও আস্থা মা-শিশু হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

ঝুঁকিপূর্ণ বজ্য ফেলে পরিবেশ দূষণ করার দায়ে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা পাবলিক হেলথ মোড়ে অবস্থিত আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও আস্থা মা-শিশু হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। 

  গতকাল ৬ই জুন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ে উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আক্তারের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আক্তার বলেন, রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে ঝুঁকিপূর্ণ বজ্য ফেলে পরিবেশ দূষণ করার দায়ে আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার ৫হাজার টাকা ও আস্থা মা-শিশু হাসপাতালকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস। এ সময় অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করে।

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!