রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে করোনায় ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীদের পুনর্বাসনের অংশ হিসেবে ‘‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পুনঃখননকৃত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, মাছের খাদ্য বিতরণ, বৃক্ষরোপন ও সুফলভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই জুন সকালে পাংশার পাঁচবাড়িয়া এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। এছাড়াও সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রোকনুজ্জামান, মৎস্য সম্প্রসারণ অফিসার শামীমা আক্তার ও পাংশা উপজেলা মৎস্য অফিসার( চঃদাঃ) সাঈদ আহমেদসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তারা জয়দেব পাল বলেন, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ চাষীদের পুনর্বাসনের অংশ হিসেবে “জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের” আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পুনঃখননকৃত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মাছের খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এতে করে মৎস্য চাষীরা উপকৃত হবে। তাদের বেকার সমস্যা সমাধান হবে। আমাদের দেশে যে আমিষের চাহিদা রয়েছে সেটাও পূরণ হবে।