ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদরের চন্দনীতে পুনঃ খননকৃত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও মৎস্য খাদ্য বিতরণ
  • শিহাবুর রহমান
  • ২০২১-০৬-১১ ১৪:৫৫:৪৫
মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আলীমুজ্জামান গতকাল ১১ই জুন রাজবাড়ী সদর উপজেলার ঘোরপালন গ্রামে করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনের অংশ হিসেবে মৎস্য খাদ্য বিতরণ উদ্বোধনকালে বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালন গ্রামে করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনের অংশ হিসেবে ঘোরপালন ইবতেদায়ী মাদরাসার পুনঃখননকৃত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

  গতকাল ১১ই জুন সকালে রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আলীমুজ্জামান চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

  এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  পরে ঘোরপালন ইবতেদায়ী মাদরাসার পুনঃখননকৃত পুকুরে পাড়ে বৃক্ষ রোপন করেন প্রকল্প পরিচালক আলীমুজ্জামান চৌধুরী।

  পোনামাছ অবমুক্তকালে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আলীমুজ্জামান চৌধুরী বলেন, মৎস্য অধিদপ্তরের চলমান জলাশয় সংস্কার প্রকল্প সারাদেশে ৬১টি জেলায় ও ৩৪৯টি উপজেলাব্যাপী কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলাশয় উন্নয়নে সরকারের যে লক্ষ্যমাত্রা আছে তা পূরণের মাধ্যমে সরাসরি দুটি লক্ষ্যকে আমরা পূরণ করতে চাচ্ছি। সেটা হলো ২৬শত হেক্টর জলাশয় উন্নয়নের মাধ্যমে অতিরিক্ত ১০হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করা ও ১৮ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা। তারই অংশ হিসেবে রাজবাড়ীতেও এ কার্যক্রম চলছে।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ